Monday, January 19, 2026

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঐক্যের লক্ষ্যে বিএনপির চার আসন ছাড়ার ঘোষণা


ছবিঃ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় জোটের স্বার্থ ও রাজনৈতিক ঐক্য জোরদারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪ এই চারটি আসনে বিএনপি নিজ দলের কোনো প্রার্থী দেবে না।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়তে উলামায়ে ইসলামকে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত এই চার আসনে জমিয়তের প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে ভোটের মাঠে থাকবেন। অন্যদিকে, বাকি আসনগুলোতে জমিয়তে উলামায়ে ইসলাম কোনো প্রার্থী দেবে না।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারাও এতে অংশ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন