- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বগুড়া
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অস্ত্রের মুখে অপহৃত এক লোটো শোরুম পরিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাতে শোরুম থেকে তাকে তুলে নেওয়ার পর মঙ্গলবার সকালে পাশের আদমদীঘি উপজেলায় একটি মাইক্রোবাসের ভেতর তার লাশ পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম পিন্টু আকন্দ (৩৭)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার লোহাগাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। কর্মসূত্রে তিনি দুপচাঁচিয়া উপজেলার সিও বাসস্ট্যান্ড এলাকার খন্দকার মার্কেটে অবস্থিত একটি লোটো শোরুমের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে পিন্টু আকন্দ শোরুমে বেচাকেনায় ব্যস্ত ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে মুখোশধারী কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করে। মুহূর্তের মধ্যেই তাকে টেনেহেঁচড়ে গাড়িতে তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে। এরই মধ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের কুমারপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ভেতর পিন্টু আকন্দের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে মাইক্রোবাসের চালকসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অপহরণের পর মাইক্রোবাসের ভেতর শ্বাসরোধে তাকে হত্যা করা হতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।