Monday, January 19, 2026

কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার


ফাইল ছবিঃ তাপস হালদার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম তাপস হালদার (৩৫)। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা হরেকৃষ্ণ হালদার।

কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে, যেখানে শতাধিক ব্যক্তিকে নামীয় এবং বিপুল সংখ্যক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়।

ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাপস হালদারকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ জানান, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন