- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং দুর্গাপূজার কারণে আমদানি বন্ধ থাকায় রাজধানী ঢাকার বাজারে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে, যা এখন ৩২০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, করলার দাম ১৬০ টাকা ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর শান্তিনগর, নিউ মার্কেট ও কাওরান বাজারের চিত্র অনুযায়ী, সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ক্রেতাদের মধ্যে চরম অস্বস্তি সৃষ্টি করেছে।
আকস্মিক এই মূল্যবৃদ্ধিতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। কাওরান বাজারের ক্রেতা রফিকুল ইসলাম বলেন, "করলার কেজি ১৬০ টাকা! এটা ভাবা যায়? অন্যান্য সবজির দামও অনেক বেড়েছে।"
বিক্রেতারা দাম বৃদ্ধির কারণ হিসেবে বৃষ্টিতে সবজি খেত নষ্ট হওয়া এবং সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন। সবজি বিক্রেতা নজরুল বলেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম। এছাড়া, কাঁচামরিচের দাম এত বেশি বাড়ার কারণ হিসেবে তিনি পূজার ছুটিতে ভারত থেকে আমদানি বন্ধ থাকাকে উল্লেখ করেন।
এক নজরে সবজির দাম (প্রতি কেজি):
সয়াবিন তেলের দাম বৃদ্ধি: সবজির পাশাপাশি রাজধানীর খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি লিটার ১৭০ থেকে ১৭৬ টাকায় বিক্রি হলেও, গতকাল তা ১৭২ থেকে ১৭৮ টাকায় বিক্রি হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ সংকট তৈরি করে তেলের দাম বাড়ানোর চেষ্টা চলছে, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সয়াবিন তেলের দাম লিটারে ১ টাকা বাড়ানো হলেও, ব্যবসায়ীরা সেই সিদ্ধান্ত মানছেন না বলে জানা গেছে।
মাছ-মাংসের বাজার: সপ্তাহের ব্যবধানে মাছের দামে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি।
ইলিশ: ইলিশের মৌসুম চললেও এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে, ২,১০০ থেকে ২,৩০০ টাকা পর্যন্ত।
গরুর মাংস: ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি।
খাসির মাংস: ১,০০০ থেকে ১,২০০ টাকা কেজি।
ব্রয়লার মুরগি: ১৮০ থেকে ১৮৫ টাকা কেজি।
সোনালি মুরগি: ২৯০ থেকে ৩১০ টাকা কেজি।