Tuesday, October 14, 2025

হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংক বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ


ছবিঃ ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির নিজস্ব ফেসবুক পেজ থেকেই হ্যাকার গ্রুপ একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, যদিও পেজের নামটি পরিবর্তন করা হয়নি, তবে প্রোফাইল এবং কাভার ফটো বদলে ফেলা হয়েছে। সেখানে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।

হ্যাক হওয়ার পর হ্যাকার গ্রুপটি একটি পোস্টে লিখেছে, "পেজটি এমএস ৪৭০এক্স (MS 470X) দ্বারা হ্যাকড করা হয়েছে।" এরপর থেকে ওই পেজটি থেকে ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটি পোস্ট দেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে পেজটি দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন