Tuesday, October 14, 2025

ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ফিফার নীরবতা: 'রাজনৈতিক সমস্যার সমাধান ফুটবলের কাজ নয়', বললেন ইনফান্তিনো


ছবিঃ ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

গাজায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে ইসরায়েলি ফুটবল দলগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি উঠলেও, ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা (FIFA) এই রাজনৈতিক বিতর্কে জড়াতে নারাজ। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) জুরিখে ফিফার নির্বাহী পরিষদের বৈঠকে সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট জানিয়েছেন যে, "ভূরাজনৈতিক সমস্যার সমাধান করা ফিফার কাজ নয়।"

ইনফান্তিনো বলেন, "ফিফা ভূরাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তবে ফুটবলের ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ কাজে লাগিয়ে বিশ্বজুড়ে এই খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া—এটাই ফিফার দায়িত্ব।"

তবে ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি, যদিও ইনফান্তিনো তাঁর ৩৭ সদস্যের কাউন্সিলকে গাজার বর্তমান পরিস্থিতিতে শান্তি ও ঐক্য প্রচারের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। বৈঠক শেষে ফিফা কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করেনি এবং ইনফান্তিনো নিজেও সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলেননি।

অন্যদিকে, নরওয়ে এবং আরও কয়েকটি ইউরোপীয় ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই উয়েফার কাছে ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তুরস্কের ফুটবল ফেডারেশনও সরাসরি ফিফা ও উয়েফার প্রতি একই আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক জটিলতা সৃষ্টি না করে বিশ্বজুড়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জোর দিয়ে ফিফা সভাপতি আপাতত এই সংবেদনশীল রাজনৈতিক ইস্যুতে কোনো কঠোর অবস্থান না নেওয়ারই ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, চলতি মাসের ১১ ও ১৪ তারিখে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েল যথাক্রমে নরওয়ে ও ইতালির বিপক্ষে খেলার কথা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন