- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয়ের পর এই ম্যাচের নায়ক হয়েছেন পেসার শরিফুল ইসলাম, যিনি ব্যাটে-বলে অবদান রেখে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 'ম্যান অব দ্য ম্যাচ' পুরস্কার জিতেছেন।
তবে শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, মাঠের বাইরেও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন শরিফুল। ম্যাচসেরা হয়ে পাওয়া ৫০ হাজার আফগানি (যা প্রায় ৮৯ হাজার বাংলাদেশি টাকা) পুরস্কারের পুরো অর্থ তিনি নিজের এলাকার অসহায় মানুষের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
৫৪ ম্যাচের ক্যারিয়ারে এর আগে সিরিজ সেরা হলেও, এবারই প্রথম ম্যাচসেরা হলেন শরিফুল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে তিনি জাত চেনালেন:
বোলিং: তিনি ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজের উইকেট শিকার করেন, যা আফগানদের রানের গতিকে থামিয়ে দেয়।
ব্যাটিং: শেষ দুই ওভারে যখন বাংলাদেশের জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিল, তখন ক্রিজে এসে তিনি ৬ বলে অপরাজিত ১১ রান করেন, যার মধ্যে দুটি চার ছিল। তাঁর এই সময়োপযোগী ইনিংসই টাইগারদের ২ উইকেটের জয় নিশ্চিত করে।
সিরিজ জয় নিয়ে তৃপ্ত শরিফুল ইসলাম তাঁর ফেসবুক পেজে লিখেছেন— "আলহামদুলিল্লাহ, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।"
এরপরই তিনি তাঁর মহৎ উদ্যোগের ঘোষণা দেন: "আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি— আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব, ইনশাআল্লাহ।" এই কাজে তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।
উল্লেখ্য, সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামী রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।