Tuesday, October 21, 2025

সুনামগঞ্জে ৫৪ শিক্ষার্থী এখনও বাংলা বই পাচ্ছেন না, বার্ষিক পরীক্ষার আগে চরম উদ্বেগ


ছবিঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | সুনামগঞ্জ :

শিক্ষাবর্ষের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থী এখনও বাংলা পাঠ্যবই পাননি। বার্ষিক পরীক্ষার তারিখ চূড়ান্ত পর্যায়ে আসতে চললেও বই না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় চরম সমস্যার মুখে পড়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, নতুন বাংলা বই না পেয়ে তারা পুরনো বই ব্যবহার করে ক্লাস করছে। নতুন পাঠসূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে তারা, কিন্তু বই না থাকায় সঠিকভাবে পড়াশোনা করা সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীদের প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “সাল শেষে আমরা এখনও বাংলা বই পাইনি। বারবার শিক্ষকদের জানিয়ে এসেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বই ছাড়া পরীক্ষা দিতে হয়েছে, ফলে পড়াশোনা অনেকটা থেমে গেছে।”

অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা অনেক কষ্ট করে সন্তানদের পড়াশোনা করাচ্ছি। এখন বার্ষিক পরীক্ষা আসছে, অথচ তারা বই পাচ্ছে না। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতির দায় কে নেবে?”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র শেখর সরকার জানান, “শুধু সপ্তম শ্রেণির বাংলা বইটি বাকি ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বই আসার কথা থাকলেও তারা বারবার সময় দিচ্ছি বলে সময় নষ্ট করেছে। বাকি সব শ্রেণির বই বিতরণ করা হয়েছে।”

তবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “এই বিষয়ে আমি নতুন জানলাম। স্কুল কর্তৃপক্ষ আমাদের কোনো অভিযোগ জানায়নি। আমাদের হিসাব অনুযায়ী, জানুয়ারিতেই সারা উপজেলায় বই পৌঁছে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আমরা বই ফটোকপি করে শিক্ষার্থীদের দিতে পারতাম।”

এ ঘটনায় স্কুল ও শিক্ষা বিভাগ উভয় পক্ষের মধ্যে দায়সারা প্রতিক্রিয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্ষিক পরীক্ষা সামনে আসায় দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীরা বড় ধাক্কা খেতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন