Tuesday, October 21, 2025

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জয়া আহসান!


ছবিঃজয়া আহসান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। তবে ছবিটি করতে রাজি হননি তিনি। বিষয়টি নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শোতে খোলাসা করেছেন জয়া।

এক প্রশ্নের জবাবে জয়া বলেন, “ক্যারেক্টারটা (চরিত্র) অন্য রকম ছিল, পরে আর ওটা হয়নি। তখন আমি করিনি, করা হয়নি। ঠিক আছে। যেটা ভাগ্যে থাকবে, যেটা আমার জন্য পরিকল্পিত থাকবে, সেটা হবেই।” জয়া আহসান কোনো নির্দিষ্ট চরিত্রের নাম প্রকাশ করেননি।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ২০২৩ সালে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট, এবং সাপোরটিং ক্যাস্টে ছিলেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, চূর্ণী গাঙ্গুলী প্রমুখ। সিনেমার প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস ও ভায়াকম ১৮ স্টুডিওজ।

জয়া আহসান এরপর ‘কড়ক সিং’ নামের আরেকটি হিন্দি সিনেমায় কাজ করেছেন। এটি তাঁর প্রথম হিন্দি সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, এবং জয়ার বিপরীতে ছিলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। বলিউডের সঙ্গে জয়ার সম্পর্ক বহুদিনের। ‘রাজকাহিনী’ মুক্তির পরই বিদ্যা বালান ফোন করে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন।

২০২৫ সালে জয়ার বছরটি বেশ ব্যস্ত ও সাফল্যময় যাচ্ছে। বাংলাদেশ–ভারত মিলিয়ে তাঁর ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফেরেশতে’, এবং ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’। এর মধ্যে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছাদূত হয়েছেন জয়া আহসান।

জয়ার এই মন্তব্য ও চলচ্চিত্র কর্মজীবনের সাফল্য আবারও প্রমাণ করছে, তিনি নিজের পছন্দ ও পরিকল্পনাকে অগ্রাধিকার দেন এবং বাংলাদেশি অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজের অবস্থান দৃঢ় করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন