Tuesday, October 14, 2025

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতুর টোল প্লাজা অবরোধ


ছবিঃ যমুনা সেতু অবরোধ (সংগৃহীত)

সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে যমুনা সেতুর টোল প্লাজা সংযোগস্থল অবরোধ করে আন্দোলনে নেমেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে তারা সড়কে ব্যারিকেড দিলে দেশের অন্যতম ব্যস্ত সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকে পড়ে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে উত্তরাঞ্চল ও ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

উল্লেখ্য, প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন যমুনা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে ২২টি জেলার সংযোগ রক্ষা করে, যার মধ্যে ১৬টি জেলা উত্তরাঞ্চলের। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন