Tuesday, October 14, 2025

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, অন্তত আহত ১৫


ছবিঃ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ (সংগৃহীত)

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসটি কানাইপুর বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন পুরুষের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন