- ১৪ অক্টোবর, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা জমা দিতে এবং লুট হওয়া পাথর সাত দিনের মধ্যে আগের স্থানে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
এদিকে একই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী ১৭ আগস্ট তারিখ নির্ধারণ করেছে অন্য একটি হাইকোর্ট বেঞ্চ। এ রিটে পর্যটনকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনেরও আবেদন জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জের পর্যটন এলাকা থেকে বিরামহীনভাবে সাদা পাথর ও বালু লুট চলছে, যা প্রশাসনিক উদাসীনতার কারণে সম্ভব হয়েছে। বিজিবির একাধিক ক্যাম্প থাকা সত্ত্বেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পরিবেশবিদরা সতর্ক করে জানিয়েছেন, প্রাকৃতিকভাবে গঠিত এই পাথর ধলাই নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, পানির অক্সিজেন মাত্রা বাড়ায় এবং স্থানীয়দের জন্য সুপেয় পানির উৎস রক্ষা করে। পাথর অপসারণে নদীর গতিপথে বিপর্যয়, ভাঙন এবং পানি দূষণের ঝুঁকি বাড়বে।
প্রশাসনের সাম্প্রতিক অভিযানে কয়েকটি নৌকা অকার্যকর করা হলেও পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় টেকসই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।