Tuesday, October 14, 2025

ইসলামি দলগুলোর ঐক্যের আহ্বান চরমোনাই পীরের, নির্বাচনপদ্ধতি সংস্কারের দাবি


ফাইল ছবিঃ চরমোনাই পীর (সংগৃহীত)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ইসলামি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “এখনই ইসলামি শাসন প্রতিষ্ঠার সুযোগ এসেছে, যা অতীতে কখনো আসেনি। আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছেন, আমাদের এক হয়ে তা কাজে লাগাতে হবে।”

বুধবার বিকেলে ফরিদপুরের গেয়ালচামটের বীরশ্রেষ্ঠ আবদুর রউফ পৌর মিলনায়তনে ‘ইসলামপন্থীদের ঐক্য ভাবনা ও ওলামায়ে কেরাম তৌহিদি জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, “যারা ১৫ বছরে বালুভর্তি একটি ট্রাকও সরাতে পারেনি, তারা আজ সমালোচনায় মুখর। ফ্যাসিস্ট চরিত্র ও চাঁদাবাজদের সহ্য হচ্ছে না যে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে।”

তিনি আরও বলেন, স্বার্থান্বেষীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সহিংসতার মাধ্যমে সমাজকে অশান্ত করছে। এসব শক্তিকে উৎখাত করে দেশকে স্বাধীনতার সত্যিকারের পথে ফিরিয়ে আনতে হবে।

নির্বাচনপদ্ধতি সংস্কারের ওপর জোর দিয়ে তিনি প্রস্তাব করেন, “প্রতিনিধিত্বমূলক অনুপাত (পিআর) পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে, সন্ত্রাস ও চাঁদাবাজি কমে যাবে এবং সব দলের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত হবে।”

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক। প্রধান বক্তা ছিলেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি রেজাউল করিম আবরার। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা আমির বদরুদ্দীন, প্রবীণ আলেম আল্লামা শাহ আকরাম আলী, আল্লামা হেলালুদ্দিনসহ বিভিন্ন ইসলামপন্থী দলের নেতারা বক্তব্য রাখেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন