Tuesday, October 14, 2025

দেশের মূল শত্রু তিন: ভারত, আওয়ামী লীগ ও জামায়াত—অভিযোগ করে সতর্কবার্তা দেন ইশতিয়াক উলফাত


ছবিঃ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে। এতে বক্তব্য দেন দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত (সংগৃহীত)

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সোমবার (সংবাদ সম্মেলনের দিনপত্র অনুযায়ী) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেশকে উদ্বিগ্ন করে এমন সব বক্তব্য ও অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে কাজ করে এমন তিনটি পক্ষ—ভারত, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী—প্রধান শত্রু হিসেবে বিবেচনা করতে হবে এবং এদের বিরুদ্ধে সব সময় সতর্ক থাকতে হবে।

ইশতিয়াক উলফাত দাবি করেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটি বিনিয়োগের মাধ্যমে বানানো হচ্ছে এবং টাকা খরচ করে অনেক জেলায় কমিটি গঠিত হয়েছে। এতে, তার কথায়, ভুয়া মুক্তিযোদ্ধা ও শাসকদলের অনুগত সদস্যদের স্থান দেয়া হয়েছে। তিনি লালমনিরহাট, ঝিনাইদহ ও খুলনা জেলা এসব অনিয়মের উদাহরণ হিসেবে তুলে ধরেন।

সংগঠনের অবস্থান অনুযায়ী, মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান অ্যাডহক কমিটি গঠনের সময় প্রাথমিক কমিটির পশ্চাৎপট বা মুক্তিযোদ্ধাদের মতামত বিবেচনা করা হয়নি—এমন অভিযোগও উত্থাপন করেন তিনি। যদি এসব অনিয়ম বন্ধ না করা হয় তবে তারা আইনি পথে যাওয়ার কথাও জানান।

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কাউন্সিলে আর্থিক অনিয়ম, জেলা কমিটিতে অনুপযুক্ত সদস্য নিয়োগসহ মোট ছয়টি গুরুতর অনিয়মের কথা বলা হয়। ইশতিয়াক উলফাত অভিযোগ করেন, এসব অনিয়মে সংশ্লিষ্ট কয়েকজন যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব জড়িত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি এম এ শহীদ, শাহাবুদ্দিন রেজা, মোবারক হোসেন, এম এ হালিম, তরঙ্গ আনোয়ার, সংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার ও শরীফ হোসেনসহ দলের অন্যান্য নেতারা।

ঘোষিত অভিযোগ ও দাবি প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি—তারা আইনগত ব্যবস্থা নিলে বা প্রতিদান দিলেই বিষয়টি নিয়ে পরবর্তী সংবাদ জানা যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন