- ১৩ অক্টোবর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক বৈষম্য দূর করার দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা ও জরুরি সেবা ছাড়া অধিকাংশ দপ্তর ও বিভাগের কার্যক্রম বন্ধ ছিল।
অংশগ্রহণকারীরা পোষ্য কোটা ফেরত, নিরাপত্তা জোরদার, কোয়ার্টার সংস্কার ও অন্যান্য সুবিধা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সুবিধা চালু আছে, রাজশাহীতে তা বন্ধ রেখে বৈষম্য তৈরি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দেন তাঁরা।
মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হক বলেন, “শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে আমাদের স্বাস্থ্য, নিরাপত্তাসহ সবকিছুর দায়িত্ব সরকারকেই নিতে হবে।” উর্দু বিভাগের অধ্যাপক আতাউর রহমান জানান, “আমরা নতুন কিছু চাই না, আগের অধিকার ফেরত চাই।”
গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের পর উপাচার্য সালেহ হাসান নকীব পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। আজকের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।