- ১৩ অক্টোবর, ২০২৫
দেশে আসন্ন কয়েক দিনের মধ্যে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় অন্তত ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা পানির নিচে চলে যেতে পারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চলতি বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগে ঐতিহাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর ফলে খুলনা বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি ইতোমধ্যেই বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।
গবেষকের ভাষ্য অনুযায়ী, পদ্মা নদী ও এর শাখা-উপনদীগুলো দিয়ে পানি বৃদ্ধির কারণে রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগের পদ্মা তীরবর্তী জেলা সমূহে দ্রুত বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। একইসঙ্গে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার কিছু এলাকা ইতোমধ্যেই প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে।
তিনি আরও উল্লেখ করেন, আগামী রোববারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অন্তত ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে।
সংশ্লিষ্টদের প্রতি তিনি আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো যায়।