Tuesday, October 14, 2025

৩ দিনের মধ্যে ২০টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা, সতর্ক করলেন আবহাওয়া গবেষক


ছবিঃ বন্যা হওয়ার আশঙ্কা (সংগৃহীত)

দেশে আসন্ন কয়েক দিনের মধ্যে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় অন্তত ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা পানির নিচে চলে যেতে পারে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চলতি বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগে ঐতিহাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর ফলে খুলনা বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি ইতোমধ্যেই বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।

গবেষকের ভাষ্য অনুযায়ী, পদ্মা নদী ও এর শাখা-উপনদীগুলো দিয়ে পানি বৃদ্ধির কারণে রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগের পদ্মা তীরবর্তী জেলা সমূহে দ্রুত বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। একইসঙ্গে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার কিছু এলাকা ইতোমধ্যেই প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে।

তিনি আরও উল্লেখ করেন, আগামী রোববারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অন্তত ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে।

সংশ্লিষ্টদের প্রতি তিনি আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন