Tuesday, October 14, 2025

১৯ বছর পর ফিরছে ‘নতুন কুঁড়ি’: আবারও মঞ্চে উঠবে শিশু-কিশোর প্রতিভারা


ছবিঃ নতুন কুঁড়ি (সংগৃহীত)

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এ তথ্য জানায়।

১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে প্রথম সম্প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার জন্য এই আয়োজন দ্রুতই সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ স্থান করে নেয়। শেষবার ২০০৬ সালে প্রচারিত হয় অনুষ্ঠানটি, এরপর দীর্ঘ বিরতি।

বছরের পর বছর ‘নতুন কুঁড়ি’ থেকে উঠে এসেছেন অসংখ্য তারকা—যারা পরবর্তীতে অভিনয়, সঙ্গীত ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। এদের মধ্যে রয়েছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, নুসরাত ইমরোজ তিশা, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে।

যদিও এবারের আয়োজনের অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি কিংবা ফরম্যাটে পরিবর্তন আসবে কি না—তা এখনও জানায়নি বিটিভি। তবে ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সাবেক প্রতিযোগী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে স্মৃতিচারণ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ বিরতির পর ‘নতুন কুঁড়ি’ ফেরার খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা—আবারও হয়তো এই মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের শিল্পীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন