Friday, December 5, 2025

ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীর করুণ পরিণতি: স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, শেষ চিঠিতে জানালেন হতাশার গল্প


ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা (২১) ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন বুকে নিয়েই জীবনের ইতি টানলেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সিরিঞ্জ এবং ৪–৫ পৃষ্ঠার দীর্ঘ একটি চিরকুট, যাতে পরিবারের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও গভীর হতাশার কথা লিখে গেছেন তিনি।

খুলনার খালিশপুরের বাসিন্দা সৌমা ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবল ইচ্ছা থাকলেও পরিবারের সিদ্ধান্তে ভর্তি হন মেডিকেলে। সহপাঠীদের মতে, পড়াশোনার চাপ ও মানসিক অশান্তির কারণে ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন তিনি।

তার রুমমেট জানান, সৌমা দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন, ক্লাসে অনিয়মিত ছিলেন এবং গত কয়েকদিন ধরে ডায়েরিতে কিছু লিখছিলেন, যা পরবর্তীতে আত্মহত্যার নোট বলে প্রমাণিত হয়।

চিরকুটে সৌমা লিখেছেন, জীবনে তিনি সবার প্রত্যাশা পূরণ করতে না পারার কষ্টে ভুগছিলেন। পরিবারের প্রতি অপরিসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে মায়ের কাছে ক্ষমা চান তিনি। নিজের ভেতরের একাকীত্ব, পড়াশোনায় অক্ষমতা ও জীবনের প্রতি মানিয়ে নিতে না পারার ব্যথা তুলে ধরেছেন হৃদয়বিদারক ভাষায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সৌমার মৃত্যু মেডিকেল শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশা মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন