- ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সহ-মানবাধিকার সম্পাদক মোজাম্মেল হোসেন অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতা শরীফ উদ্দিন সরকারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হোসেন অন্তুকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে ইসলামী ছাত্রশিবিরের একটি সংগীত ভিডিওতে মডেলিং করার অভিযোগে ঢাবি ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বিতর্কিত সেই ভিডিওটি ৭ বছর আগের হলেও সম্প্রতি তা সামনে এলে ছাত্রদলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল।
বহিষ্কৃত শরীফ উদ্দিন সরকারের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন মোজাম্মেল হোসেন অন্তু। সেখানে তিনি লেখেন, ‘শরীফ উদ্দিন সরকার ভাইয়ের সাথে ছাত্রদল স্রেফ দলীয় নোংরামির ইতর মুখটা দেখালো।’ এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।