- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ২ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ তথ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বুধবার (১০ ডিসেম্বর) নিশ্চিত করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, “২ জানুয়ারি ২০২৬ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
এর আগে, ৫ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। প্রথম ধাপে অন্তর্ভুক্ত হয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ।
মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই দুই বিভাগে ৪,১৬৬টি শূন্য পদ রয়েছে।
প্রার্থীরা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করতে পারবেন।