- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয়ে আইসিউতে ৪ দিন লড়াই করার পর উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানা আজ (১০ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রফেসর শামিমা ইয়াসমিন বলেন, “সাকিব আমাদের মাঝে আর নেই। বিষয়টি তার এক আত্মীয় আমাদের নিশ্চিত করেছেন। এই মুহূর্তে সত্যিই ভাষা নেই।”
ঘটনা ঘটে শনিবার (৬ ডিসেম্বর) রাতের দিকে, যখন ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন:
সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫)
হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫)
জান্নাত (আইডিয়াল কলেজ, মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬)
হলের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, জান্নাত ছাত্রদলের প্রভাবশালী একটি গ্রুপের সহযোগিতায় ছাত্রাবাসে অবস্থান করতেন। সংঘর্ষে জড়িত তরুণ–সেলিম গ্রুপের সক্রিয় সদস্য মোমেন পালোয়ান আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি তরুণ গ্রুপের প্রভাব ব্যবহার করে ক্যাম্পাস ও হলে আধিপত্য বিস্তার, মাদক সেবন এবং বহিরাগতদের নিয়ে অপকর্মের অভিযোগে জড়িত বলে তারা অভিযোগ করেছেন।
শিক্ষার্থীরা আরও জানান, “অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীরা মুখ খুলতে সাহস পায় না। ভর্তি বাণিজ্য ও ফর্ম পূরণের বাণিজ্যেও ছাত্রদলের প্রভাব রয়েছে।”
সংঘর্ষের পর পুলিশ রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোর পর্যন্ত অবস্থান করে। এখনও পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে আছে।