Monday, January 12, 2026

শরীয়াহভিত্তিক সুকুক ইস্যুর মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার


প্রতিই ছবিঃ সম্মিলিত ইসলামী ব্যাংক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শরীয়াহ নীতিমালা অনুসরণ করে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা অর্থায়ন নিতে যাচ্ছে সরকার। এ উদ্দেশ্যে ১০ বছর মেয়াদি ইসলামী বন্ড বা সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ৭ ও ৮ জানুয়ারি ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর প্রস্তাবে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সুকুকের ভিত্তি হিসেবে সরকারের কিছু নির্দিষ্ট সম্পদ ও সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নাধীন সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি নির্ধারিত ট্রেন সেবা।

‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক–১’ নামে এই ইসলামী বন্ড প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কাছে ইস্যু করা হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী বুধবার (১৪ জানুয়ারি) সরকার আনুষ্ঠানিকভাবে এই অর্থ গ্রহণ করবে।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার সরবরাহ করেছে ২০ হাজার কোটি টাকা এবং অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা এসেছে আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন