Monday, January 12, 2026

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত বাণিজ্যে নেতিবাচক প্রভাবের আশঙ্কা নেই: বাণিজ্য উপদেষ্টা


ফাইল ছবিঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আইপিএল–সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত বর্তমানে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতেই চলছে।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ মুক্ত ও উদার বাণিজ্যনীতিতে বিশ্বাসী। তাঁর ভাষায়, দেশের অভ্যন্তরীণ বাণিজ্য কার্যক্রমে ব্যাঘাত না ঘটলে সরকার কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে আলাদা সিদ্ধান্ত গ্রহণ করে না। সামগ্রিকভাবে সব দেশের সঙ্গেই উন্মুক্ত বাণিজ্য অব্যাহত রাখার নীতিতে অটল রয়েছে সরকার।

ভারতের সঙ্গে চলমান বাণিজ্যিক কার্যক্রম প্রসঙ্গে শেখ বশিরউদ্দিন বলেন, বিভিন্ন ট্রেড মেজারের কোনো বিরূপ প্রভাব পড়ছে কি না, তা সরকার নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানি নীতি আদেশে কিছু শর্ত শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আমদানি নীতির খসড়া খুব শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে তিনি জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন