Tuesday, October 14, 2025

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক রেজাউল হকের পদত্যাগ


ছবিঃ সোশ্যাল ইসলামী ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) একমাত্র শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (১২ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

সূত্র জানায়, শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার সরকারি সিদ্ধান্ত ঘোষণার পরপরই রেজাউল হক পদত্যাগের সিদ্ধান্ত নেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সভায় এই একীভূতকরণের প্রস্তাব অনুমোদিত হয়।

নিজের পদত্যাগপত্রে রেজাউল হক উল্লেখ করেন, ব্যাংক কোম্পানি আইনের ধারা অনুযায়ী যেসব স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেয়েছেন, তাদের ব্যাংকের সঙ্গে কোনও প্রত্যক্ষ স্বার্থ নেই। ফলে তারা ব্যাংকের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন।

তিনি লেখেন, “ব্যাংকের প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীদের হাতে পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দিলে প্রতিষ্ঠানটি পুনরায় স্থিতিশীল হতে পারত। কিন্তু বর্তমান পর্ষদ দৈনন্দিন উপস্থিতি ও বেতন নেওয়া ছাড়া ব্যাংকের উন্নয়নে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।”

রেজাউল হক আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ শুনানিতে স্বতন্ত্র পরিচালকরা তাকে না জানিয়ে অংশ নিয়েছেন, যা তাদের এখতিয়ারবহির্ভূত পদক্ষেপ।

রেজাউল হক জানান, তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এসআইবিএলের চেয়ারম্যান ছিলেন। তার সময়ে ব্যাংকটি লাভজনক অবস্থায় ছিল এবং ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়। কিন্তু ২০১৭ সালের অক্টোবরে তাকে ‘অস্ত্রের মুখে’ পদত্যাগে বাধ্য করা হয় বলে দাবি করেন তিনি।

তার ভাষায়, “এস আলম গ্রুপের দখলের পর ব্যাংকে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা ভেবেছিলাম পরিবর্তনের পর ব্যাংকটি প্রকৃত উদ্যোক্তাদের হাতে ফিরবে, কিন্তু তার পরিবর্তে স্বতন্ত্র পরিচালকদের দিয়ে একটি অকার্যকর পর্ষদ গঠন করা হয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোশ্যাল ইসলামী ব্যাংকসহ শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়ায় রয়েছে। ধারণা করা হচ্ছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে এসআইবিএলের বর্তমান পর্ষদ ও ব্যবস্থাপনা শিগগিরই বিলুপ্ত হতে পারে।

এই প্রেক্ষাপটেই পদত্যাগ করলেন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক, যা ব্যাংক খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন