Tuesday, October 14, 2025

টেকনাফে মানব পাচার চক্রের মূল হোতা আব্দুল আলী গ্রেফতার


ছবিঃ টেকনাফে মানব পাচার চক্রের মূল হোতা আব্দুল আলী গ্রেফতার (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

কক্সবাজারের টেকনাফে পরিচালিত বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় শীর্ষ মানব পাচার চক্রের মূল হোতা আব্দুল আলী (৫০) কে গ্রেফতার করেছে কোস্টগার্ড। রোববার (১২ অক্টোবর) বিকালে বাহারছড়ার জুম্মাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফ যৌথভাবে অভিযান চালিয়ে মানব পাচার মামলার একাধিক আসামি আব্দুল আলীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশি নাগরিকদের প্রলুব্ধ করে অপহরণ করত এবং পরবর্তীতে বিপুল অর্থের বিনিময়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করত।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাচারচক্রের অন্যান্য সদস্যদের ধরতে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।”

স্থানীয় প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে টেকনাফ উপকূলে মানব পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কোস্টগার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। নিরাপত্তা জোরদার ও পাচার রোধে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকা জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন