Tuesday, October 14, 2025

মেঘনায় মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: রায়পুরে ১০ জেলে আটক


ছবিঃ সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে রায়পুরে ১০ জেলে আটক (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। এসময় ১৫ কেজি ইলিশ, ১টি মাছ ধরার নৌকা ও প্রায় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

রোববার (১২ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও সহকারী পরিচালক জসিম উদ্দিন। সকালে অভিযান শেষে বিষয়টি নিশ্চিত করেন রায়পুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।

অভিযানে অংশ নেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হাফিজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা আল আমিনসহ টাস্কফোর্সের সদস্যরা।

আটককৃত জেলেদের মধ্যে রয়েছেন—আবু তাহের, মো. তারেক, আক্তার সরদার, লিমন বেপারি, রাজু হাজি, জাকির সরদার, কামাল মুতাইত, জুলহাস মিয়া ও জুয়েল মৃধা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুহাম্মদ রবিউল নামের এক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রাতে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জেলেকে জনপ্রতি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন। জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান বলেন, “মা ইলিশ সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই সময়ে কোনোভাবেই নদীতে মাছ ধরা বা জাল ফেলা যাবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন