Tuesday, October 14, 2025

শিক্ষক সংকট, সেশনজট ও ল্যাব সমস্যার সমাধানে দাবিতে জামালপুর টেক্সটাইল কলেজে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ আন্দোলন


ছবিঃশাটডাউন’ আন্দোলন (সংগৃহীত)

দীর্ঘদিনের শিক্ষক সংকট, সেশনজট, অব্যবস্থাপনা ও ল্যাব সুবিধার অভাবসহ একাধিক সমস্যার সমাধানে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনে নেমেছেন জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার থেকে তারা ক্লাস, পরীক্ষা ও সব একাডেমিক কার্যক্রম বর্জন করে এই কর্মসূচি শুরু করেন।

এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, “আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই। এই আন্দোলন একান্তই শিক্ষার ন্যায্য অধিকার রক্ষার জন্য। চার বছরের কোর্স করতে আমাদের ছয় বছর লেগে যাচ্ছে। অথচ আমাদের কোনো স্থায়ী শিক্ষক নেই, পর্যাপ্ত ল্যাব নেই, ফল প্রকাশও হয় না সময়মতো।”

২১-২২ সেশনের প্রতিনিধি মো. সাকিব বলেন, “এটা শুধু জামালপুরের সমস্যা নয়, দেশের প্রতিটি টেক্সটাইল কলেজেই একই চিত্র। আমরা এই অব্যবস্থাপনার অবসান চাই।”
২২-২৩ সেশনের যায়েদ আজমী বলেন, “এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি।”

শিক্ষার্থীরা আজ ২১ জুলাই সকাল থেকে গণসংযোগ, মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্যাম্পাসে। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এদিকে, কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করেছে।
কলেজের অধ্যক্ষ প্রকৌশলী বিশ্বজিত দাস বলেন, “শিক্ষার্থীরা যে সমস্যাগুলোর কথা বলছে, তা অনেকাংশেই যৌক্তিক। আমরা ইতোমধ্যে বিষয়গুলো পর্যালোচনা করেছি। আগামী ২২ তারিখে একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে, সেখানে এসব নিয়ে আলোচনা হবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন