- ১৩ অক্টোবর, ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সৃষ্ট অচলাবস্থা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২০ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। অন্য দুই সদস্য হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি মন্ডল এবং বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মাসরুর আলী।
প্রজ্ঞাপনে কমিটিকে নিম্নোক্ত বিষয়গুলো অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে:
ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ী ব্যক্তি বা গোষ্ঠী চিহ্নিত করা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টির কারণ নির্ণয়
সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ
উপাচার্যের অনুপস্থিতিতে কোনো আর্থিক লেনদেন বা প্রশাসনিক কার্যক্রম সংঘটিত হয়েছে কিনা, তা যাচাই
বিশ্ববিদ্যালয়ের সুনাম ও শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারে সুপারিশ প্রদান
অন্যদিকে, পাঁচ মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে অভিভাবকরা কুয়েট প্রশাসনিক ভবনের সামনে গতকাল (২০ জুলাই) মানববন্ধন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অবিলম্বে চালুর দাবি জানান।
শিক্ষার্থীরাও একই দাবিতে গতকাল এবং আজ ক্লাসরুমে অবস্থান নিয়েছে। যদিও তারা শ্রেণিকক্ষে অবস্থান করলেও কোনো শিক্ষক এখনো ক্লাসে ফিরে আসেননি, ফলে শিক্ষা কার্যক্রম এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।
এ পরিস্থিতিতে শিক্ষক-প্রশাসনের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের অবসান ও দ্রুত শিক্ষাব্যবস্থা স্বাভাবিক করার দাবি উঠেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে।