- ১৩ অক্টোবর, ২০২৫
গাজার দক্ষিণাঞ্চল রাফাহ শহরের আল-শাকুশ এলাকায় বিতর্কিত সাহায্য সংস্থা GHF-এর একটি খাদ্য বিতরণ কেন্দ্রে খাদ্যের জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনারা পিপার স্প্রে করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে, যার সত্যতা যাচাই করেছে আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট ।
ভিডিওতে দেখা যায়, তিনজন সশস্ত্র ইসরায়েলি সেনা জমায়েত জনতার দিকে পিপার স্প্রে ছুঁড়ে দিচ্ছে। পুরুষ, নারী এবং শিশুরা আতঙ্কে দৌড়ে পালাচ্ছে—কেউ মুখ ঢেকে নিচ্ছে কাপড় দিয়ে, কেউ আবার পিঠে আটার বস্তা নিয়ে ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে।
এই ঘটনাটি ঘটেছে ১০ জুলাই, যা শনিবার (১৯ জুলাই) সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওর ভিত্তিতে জানা যায়, GHF—যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংস্থা—তার নিরাপত্তাকর্মীরাও পিপার স্প্রে ব্যবহারে অংশ নেয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ দিকে GHF গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন খাদ্য সহায়তা নিতে গিয়ে। এর মধ্যে ৬৭৪ জনের মৃত্যুই ঘটেছে GHF-এর বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে, জানিয়েছে জাতিসংঘের ১৫ জুলাইয়ের একটি প্রতিবেদন।
বিশেষজ্ঞরা বলছেন, GHF-এর এই বিতর্কিত কার্যক্রম গাজার দীর্ঘদিনের জাতিসংঘ-নেতৃত্বাধীন সহায়তা ব্যবস্থাপনাকে প্রায় অকার্যকর করে তুলেছে, বিশেষ করে ইসরায়েলের দুই মাসেরও বেশি সময়ের পূর্ণ অবরোধ শিথিলের পর থেকে।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, একদিকে যেমন খাদ্যের জন্য মানুষের জীবন দিতে হচ্ছে, অন্যদিকে সহায়তা কেন্দ্রে এমন সহিংসতা ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।