Friday, December 5, 2025

শেখ হাসিনার ফাঁসির রায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ


ছবিঃ PNN প্রতিনিধি

গোবিপ্রবি প্রতিনিধি | PNN

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এসময় তারা ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফাঁসির রায়ে সন্তুষ্টি জানিয়ে ফার্মেসি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে স্বৈরাচার হাসিনা বিগত ১৭ বছর ধরে যে জুলুম-নির্যাতন মানুষের ওপর চালিয়েছে, এই বিচারের মাধ্যমে তার প্রতিফলন হয়েছে। জুলাই আন্দোলনে নির্দেশ দিয়ে সে আমার ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা চাই, তাকে দ্রুত ভারত থেকে এনে এই রায় বাস্তবায়ন করা হোক।”

হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকর করার দাবি জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মিয়া বলেন, “স্বৈরাচার হাসিনা যেভাবে আমার ভাইদের রক্ত ঝরিয়েছে, তা পৃথিবীতে বিরল ঘটনা। তাকে দ্রুত বাংলাদেশে এনে রায় কার্যকর করার দাবি জানাই। তার ফাঁসির রায়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আনন্দিত।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন