Friday, December 5, 2025

সচিবালয়ে উত্তাল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা: আহত অন্তত ৩৫, ভাঙচুরে উত্তপ্ত পরিবেশ


ছবিঃ সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থী (সংগৃহীত)

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ৩১ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীজুড়ে ব্যাপক ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে, ছোড়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল। এ সময় চারদিক ধোঁয়ায় ঢেকে যায়, শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ বিকেল ৫টার দিকে আহত শিক্ষার্থীদের অন্তত ৩৫ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের মাথা ও পিঠে গুরুতর আঘাত রয়েছে।


এক প্রত্যক্ষদর্শী বলেন,

"হঠাৎ গেট ভেঙে ছাত্ররা ভেতরে ঢোকে, তখন পুলিশ আগেভাগেই প্রস্তুত ছিল। ধাওয়ার সময় কেউ পড়ে গেলে তাকেই পেটানো হচ্ছিল।"


বিকেল পৌনে চারটার দিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। সেইসঙ্গে ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘ভুয়া ভুয়া’, ‘শিক্ষাসচিব ও উপদেষ্টার পদত্যাগ চাই’—এমন স্লোগানে প্রকম্পিত হয় সচিবালয় চত্বর।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয়। এরপর বাইরে আবার ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা বিকেল সাড়ে পাঁচটার দিকেও অব্যাহত ছিল।


বিক্ষোভস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, রাস্তায় লাঠিপেটায় আহত ছাত্রদের সরিয়ে নেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা অশ্রুসজল চোখে মাথা ধরে বসে আছে, এবং সচিবালয়ের ভেতরে ভাঙচুর হওয়া মোটরসাইকেলগুলো পড়ে আছে ছিন্নবিচ্ছিন্নভাবে।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন