Tuesday, October 14, 2025

মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষাসচিব প্রত্যাহার, উপদেষ্টাদের ঘিরে রেখেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা; সচিবালয়ে উত্তপ্ত পরিস্থিতি


ছবিঃ সিদ্দিক জুবাইর (সংগৃহীত)

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং বহুজন আহত হওয়ার ঘটনায় গোটা দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরদিন মঙ্গলবার রাজধানীজুড়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ সকালে মাইলস্টোন স্কুলে পরিদর্শনে গেলে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। শিক্ষার্থীরা উপদেষ্টাদের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও উত্তেজনা প্রশমিত হয়নি।

দুপুরের দিকে উপদেষ্টারা প্রতিষ্ঠান ত্যাগ করতে চাইলেও শিক্ষার্থীদের বাঁধার মুখে ফিরে আসেন। বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা আবার স্কুলের ভেতর অবস্থান নেন। বাইরে জড়ো হয় শত শত শিক্ষার্থী, যারা উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

একই সময় রাজধানীর সচিবালয়ের মূল ফটকের সামনেও বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করে তারা দুপুরের পর থেকে অবস্থান নেয়। আন্দোলনকারীদের রুখতে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে শহরের প্রাণকেন্দ্র কার্যত অচল হয়ে পড়ে।

বিকেল পৌনে ৪টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। পুলিশ ও র‌্যাবের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল।

মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী বলেন, “আমাদের ভাই-বোনদের রক্তে ভেজা ক্লাসরুম এখনো শুকায়নি। অথচ কর্তৃপক্ষ দায় এড়াতে ব্যস্ত। আমরা ন্যায্য বিচার ছাড়া ঘরে ফিরব না।”

এই দুর্ঘটনা নিয়ে সরকারের আচরণ ও গাফিলতিকে দায়ী করে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও #JusticeForMilestoneVictims ট্রেন্ড করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন