- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন। আহত হয়েছেন আরও অনেকে। এ মর্মান্তিক দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
এই শোকাবহ ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে উৎসর্গ করার ঘোষণা দিয়েছে।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের স্মরণে আগামীকালের ম্যাচ উৎসর্গ করা হচ্ছে। বাঘেরা এই শোকের সময় জাতির পাশে থাকবে।”
এই উপলক্ষে বিসিবি বেশ কিছু শোক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে:
ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন।
দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালদের কালো আর্মব্যান্ড পরিধান।
ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো গান-বাজনা না করা।
রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।
এছাড়াও বিসিবি তাদের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে কালো ব্যাজ সংবলিত লোগো স্থাপন করেছে, যা শোকের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।
বিসিবির এক বার্তায় আরও বলা হয়, “দুই দল। নীরবতার প্রশ্নে সবাই এক। কাঁদছে এক জাতি।”
এই দুর্ঘটনায় ক্রিকেট অঙ্গনের পাশাপাশি সারাদেশের মানুষ গভীর শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে নিহতদের প্রতি শ্রদ্ধা ও প্রার্থনার বার্তা।