- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর শিক্ষা ভবনের সামনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে; ব্যারিকেডের সামনে সাঁজোয়া যান ও জলকামানও মোতায়েন করা হয়েছে।
সকাল ১১টা থেকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল করে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এ বছর ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সংশ্লিষ্ট কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
শিক্ষার্থীরা দ্রুত আইন বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন।