Tuesday, October 14, 2025

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


ছবিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী এলাকায় শেফার্ড গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ময়মনসিংহ:

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী এলাকায় সোমবার (১৩ অক্টোবর) শেফার্ড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন ও ১০ দফা দাবি পূরণের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

উপজেলা প্রশাসন ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। এছাড়া তারা প্রতি মাসের বেতন নির্ধারিত সময়ে প্রদানের, ওভারটাইমের হার ৬৮ শতাংশে বহাল রাখার, হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন বিল বাড়ানো এবং অবসরোত্তর পেনশন ও ফান্ডের টাকা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন।

শ্রমিকরা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা কমিয়ে দেওয়ায় জীবনযাপন ক্রমেই কষ্টকর হয়ে উঠেছে। প্রশাসনের আশ্বাস অনুযায়ী যদি তাদের দাবিগুলো দ্রুত পূরণ না হয়, তবে তারা আবারও আন্দোলনে নামবেন।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২০ তারিখে প্রদানের পরিকল্পনা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন