Tuesday, October 14, 2025

মূল বেতন বৃদ্ধি ও ভাড়া ভাতার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান


ছবিঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ সোমবার দ্বিতীয় দিনেও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। সকাল ১০টার দিকে শত শত শিক্ষক-কর্মচারী অবস্থান শুরু করেন এবং ‘বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া, দিতে হবে দিয়ে দাও’, ‘অবিলম্বে প্রজ্ঞাপন, দিতে হবে দিয়ে দাও’, ‘১৫০০ টাকা চিকিৎসা ভাতা, দিতে হবে দিয়ে দাও’ স্লোগান দেন।

নোয়াখালীর সোনাইমুড়ীর একজন শিক্ষক ইউসুফ ভুঁইয়া বলেন, “আমরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, শুধু ন্যায্য অধিকার আদায়ে অবস্থান করছি।” তিনি জানান, তাঁর এলাকায় অন্তত ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হচ্ছে।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনও হয়নি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় দাবি পূরণের জন্য তৎপর।

শিক্ষক-কর্মচারীরা বলছেন, চলমান কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের ক্ষতি পূরণে প্রয়োজনে পরবর্তীতে শুক্র ও শনিবার ক্লাস নেবেন। কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।

গতকাল রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান শুরু করে শিক্ষাকর্মীরা। বেলা আড়াইটা পর্যন্ত সড়ক অবরোধে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে।

দাবি:

  1. মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া

  2. শিক্ষক ও কর্মচারীর জন্য ১৫০০ টাকা চিকিৎসা ভাতা

  3. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা

শিক্ষক-কর্মচারীরা জানাচ্ছেন, এই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন