- ১৩ অক্টোবর, ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে আবারও বিক্ষোভে ফেটে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার) ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন। কিন্তু তা প্রকাশ না হওয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্রশাসন ভবন চত্বর।
সকাল থেকেই আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হন। এতে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরাও অংশ নেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন—
"পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে", "তুমি কে আমি কে, সাজিদ সাজিদ", "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে", "উই উই ওয়ান্ট জাস্টিস"।
শিক্ষার্থীদের অভিযোগ, সাজিদের মৃত্যুর পর থেকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। তারা বলেন,
“সাজিদের লাশ উদ্ধারের দিনও প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেননি। বারবার সময় নিয়েও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। আজ যদি রিপোর্ট না দেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি জানান,
“ভাইস চ্যান্সেলর গতকাল বিদেশ থেকে ফিরে এসে ক্যাম্পাসে পরিদর্শনে আসেন। তিনি আজ আমাকে ডেকে শিক্ষার্থীদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা জেনেছেন। তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্তদেরও তলব করেছেন। আজই শিক্ষার্থীদের জানানো হবে তদন্তের অগ্রগতি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন,
“তদন্ত কমিটির কাজ চলছে। ভিসি স্যার নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের সামনে তদন্তের আপডেট তুলে ধরা হবে।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা আর কোনো অজুহাত মানবেন না। সময়মতো প্রতিবেদন প্রকাশ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। সাজিদের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা ঐক্যবদ্ধ রয়েছেন।