- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক । সাজেক, রাঙামাটি:
সাজেকে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের এক শিক্ষার্থী নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। নিহতের নাম রুবিনা আফসানা রিংকি।
জানা যায়, ২১তম ব্যাচের ফিজিক্স ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একটি চান্দের গাড়িতে করে সাজেকে সেশনাল ট্যুরে যাচ্ছিলেন। সাজেকে ওঠার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ১২ জন শিক্ষার্থীর মধ্যে রুবিনা আফসানা রিংকি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় সেনাবাহিনী আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়। বাকি আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। বর্তমানে তাদের হাসপাতালেই চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে। শিক্ষার্থীরা নিহত রিংকির জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন।