- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া আবারও ব্যক্তিজীবনের কারণে আলোচনায় এসেছে। স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর এক সময় গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্কের খবর শোনা গেলেও তা স্থায়ী হয়নি। এবার খবর পাওয়া যাচ্ছে, হার্দিকের প্রেমের নতুন কেন্দ্রবিন্দু হয়েছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মা।
২৪ বছর বয়সী মাহিকা শর্মা দিল্লিতে বেড়ে উঠেছেন। পড়াশোনায় মেধাবী, অর্থনীতি ও ফাইন্যান্সে উচ্চশিক্ষা লাভ করেছেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইন্টার্নশিপে অংশগ্রহণ করেছেন।
শিক্ষাজীবনের পর মাহিকা বিনোদন জগতে পা রেখেছেন। ভারতীয় র্যাপার রাগারের মিউজিক ভিডিও এবং কয়েকটি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। ফ্যাশন জগতে তিনি ভারতের শীর্ষ ডিজাইনারদের র্যাম্পে হেঁটেছেন এবং ২০২৪ সালে ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাব পেয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাহিকার এক সেলফির পেছনে হার্দিককে দেখার দাবি ভাইরাল হয়েছে। দুজনই একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। মাহিকার এক পোস্টে ৩৩ নম্বর জার্সি পরা ছবি দেখা গেছে, যা হার্দিকের জার্সি নম্বর। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই।
হার্দিকের পূর্ববর্তী সম্পর্কের প্রেক্ষাপটও গুঞ্জনকে জোরালো করেছে। ২০২০ সালে নাতাশা স্তানকোভিচকে বিয়ে করেছিলেন তিনি, একটি ছেলে রয়েছে, কিন্তু ২০২৪ সালে দাম্পত্য শেষ হয়। এরপর জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্কের খবর শোনা গেল, যা কয়েক মাসের মধ্যে শেষ হয়।
এখন দেখার বিষয়, মাহিকা শর্মা কি সত্যিই হার্দিকের জীবনে নতুন অধ্যায় শুরু করছেন, নাকি সবই গুঞ্জন।