Friday, December 5, 2025

শাবিপ্রবিতে ভোটার হতে সব বকেয়া ফি পরিশোধ বাধ্যতামূলক


ছবিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ভোট দিতে হলে সকল বকেয়া ফি পরিশোধ করা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বুধবার (১২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্র-সংসদ ও হল ছাত্র সংসদ গঠনতন্ত্র অনুসারে ভোটার হওয়ার যোগ্যতার শর্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও হল সংক্রান্ত সকল প্রযোজ্য ফি বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচনের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ পরিচালনার জন্য ওয়েবসাইটে বিশেষ মেনু চালু করেছে। শাকসু মেনু থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, ভোটের তফসিল, ভোটার তালিকা, ভোটার কক্ষের বিন্যাস, প্রার্থী তালিকা, নির্দেশিকা, আচরণ বিধিমালা, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সতর্ক করেছেন যে, সময়মতো ফি পরিশোধ না করলে ভোটাধিকার হারাতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন