Friday, December 5, 2025

নেপাল ও ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে দলে যোগ দিলেন ডিফেন্ডার সামিত সোম


ফাইল ছবিঃ সমিত সোম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছেন কানাডা প্রবাসী ডিফেন্ডার সামিত সোম। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে তিনি মঙ্গলবার রাতে কানাডা থেকে ঢাকায় এসে পৌঁছান।

আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। এরপর ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে।

কানাডিয়ান ক্লাব কাভালরি এফসির হয়ে ১০ নভেম্বর পর্যন্ত খেলার পরই সরাসরি বিমানে চড়ে দেশে ফেরেন সামিত। সেখানে তাপমাত্রা ছিল মাইনাস দুই ডিগ্রির কাছাকাছি, আর ঢাকায় এসে ২৫ ডিগ্রির বেশি তাপমাত্রায় অনুশীলনে অংশ নিতে হচ্ছে তাকে। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে মানিয়ে নেওয়া কঠিন হলেও, জাতীয় দলের ফিটনেস কোচরা জানিয়েছেন—সামিতকে দ্রুত কন্ডিশনে ফিরিয়ে আনার জন্য বিশেষ প্রশিক্ষণ পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে এই তরুণ ডিফেন্ডারের। জাতীয় দলের হয়ে তিনি প্রথম ম্যাচ খেলেন গত ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই গোল করে নজর কাড়েন সামিত সোম।

নেপালের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তাকে কতক্ষণ মাঠে রাখবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা—তা এখনও নির্ধারিত নয়। তবে দলীয় সূত্র জানিয়েছে, সামিতকে শুরু থেকেই একাদশে দেখার সম্ভাবনা আছে।

এরই মধ্যে মিডফিল্ডার হামজা চৌধুরী দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। ফলে নেপাল ও ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পূর্ণ শক্তির প্রস্তুতিতে ব্যস্ত লাল-সবুজ শিবির।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন