Friday, December 5, 2025

আইন লঙ্ঘনে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা: কড়া হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন


ছবিঃ ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ পাঁচগুণ বৃদ্ধি করে সর্বোচ্চ ৫০ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ সংশোধনের খসড়া প্রণয়ন করেছে। খসড়ায় বলা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন বা সরকারের নির্দেশ অমান্য করলে ইউজিসি সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা আরোপ করতে পারবে। তবে কারাদণ্ডের বিধান তিন বছর থেকে কমিয়ে দুই বছর করার প্রস্তাব রয়েছে।

নতুন খসড়ায় সনদ জালিয়াতি প্রতিরোধের জন্য বিধান রাখা হয়েছে। কোনো বিশ্ববিদ্যালয়ে সনদ জালিয়াতির ঘটনা ঘটলে শিক্ষা কার্যক্রম ন্যূনতম দুই বছরের জন্য বন্ধ রাখার অনুমতি থাকবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় বন্ধ বা সনদ বাতিল হলে পূর্বের শিক্ষার্থীদের সনদপত্র ও মার্কসিট/ট্রান্সক্রিপ্ট আচার্য কর্তৃক মনোনীত উপাধ্যক্ষ বা রেজিস্ট্রার স্বাক্ষরিত হবে। ভারপ্রাপ্ত উপাচার্যরা সনদ প্রদান করতে পারবে না।

খসড়ায় ট্রাস্টি বোর্ড গঠনের ক্ষেত্রে নতুন বিধান সংযোজন করা হয়েছে। একই পরিবারের পাঁচজনের বেশি সদস্য কোনো বোর্ডে থাকবেন না। প্রতিটি ট্রাস্টি বোর্ডে সদস্য সংখ্যা সর্বোচ্চ ১৫ এবং সর্বনিম্ন ৯ জন থাকবে। এই বিধান বোর্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রবর্তন করা হয়েছে।

নতুন খসড়া অনুযায়ী উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে ইউজিসির নেতৃত্বে সার্চ কমিটি গঠন বাধ্যতামূলক হবে। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কমপক্ষে ৫ একর জমি থাকা প্রয়োজন এবং টিউশন ফি নির্ধারণে ইউজিসির অনুমোদন আবশ্যক করা হবে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খসড়া দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। খসড়া আইন কার্যকর হলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং একচ্ছত্র নিয়ন্ত্রণের সংস্কৃতি কমবে।

বর্তমানে দেশে অনুমোদিত ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে ১০৫টিতে পাঠদান চলছে। শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩ লাখ ৫৮ হাজার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন