Tuesday, October 14, 2025

ঋণ বিতরণে নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

দেশের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে ঋণ বিতরণে শিথিলতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোকে আর বাধ্যতামূলকভাবে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি রেটিং সিস্টেমস (ICRRS) বাস্তবায়ন ছাড়াই গ্রাহকদের ঋণ বা বিনিয়োগ বিতরণ করার সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আগে ঋণ বা বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে বিশেষ অডিটসহ জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে ঝুঁকি নিরূপণ বাধ্যতামূলক ছিল। এতে সময় ও ব্যয় বাড়ায় অনেক উদ্যোক্তা ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে ঋণ গ্রহণে সমস্যায় পড়তেন। সেই বাস্তবতা বিবেচনায় এনে নতুন এই ছাড় দেওয়া হলো।

তবে সার্কুলারে সতর্ক করে বলা হয়েছে, ঋণ অনুমোদনের আগে ব্যাংকগুলোকে নিজস্ব নীতিমালার আওতায় ঝুঁকি মূল্যায়ন করতে হবে। গ্রাহকের নগদ অর্থের প্রবাহ, ব্যবসার অবস্থা ও জামানত বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া ঋণ বিতরণের আগে ব্যাংকের পর্ষদের শর্তাবলী পূরণ নিশ্চিত করতে হবে।

এছাড়া প্রতিটি ঋণ বা বিনিয়োগ চুক্তিতে ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহৃত সূচকগুলো স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এ পদক্ষেপের ফলে উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন