- ১৩ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ পাওয়া যায়।
নিহত সিনথিয়া সালটিয়া গ্রামের রুবেল মিয়ার মেয়ে। শিশুটি মায়ের সঙ্গে রেলস্টেশনের পাশে ভাড়া বাসায় থাকত। মা সুমি বেগম বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়দের মতে, প্রায়ই স্টেশনের আশপাশে খেলাধুলা করত সিনথিয়া। বুধবার বিকেল থেকে তাকে খুঁজে না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে স্টেশন এলাকার একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গফরগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে সিনথিয়া পানিতে পড়ে মারা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়া চলছে।
হঠাৎ এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, সিনথিয়া ছিল সবার প্রিয় শিশু। তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।