Tuesday, October 14, 2025

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি, দ্বিতীয় দফায় জলকপাট খুলে পানি নিঃসরণ


ফাইল ছবিঃ কাপ্তাই নদী (সংগৃহীত)

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে হ্রদের পানি নিয়ন্ত্রণে রাখতে দ্বিতীয় দফায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে হ্রদের পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০৮.৩৫ ফুট মিন সি লেভেল (MSL), যা বিপদসীমার একেবারে কাছাকাছি। উজান ও ভাটির এলাকা রক্ষায় এবং বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে, যেখানে সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ব্যবহার করে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এর আগে ৪ আগস্ট থেকে টানা কয়েক দিন ধরে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে কাপ্তাই বাঁধের সবগুলো জলকপাট পর্যায়ক্রমে খুলে পানি ছাড়া হয়েছিল। কখনো ছয় ইঞ্চি, কখনো তিন ফুট কিংবা সাড়ে তিন ফুট পর্যন্ত জলকপাট খোলা হয়। ওই সময় সর্বোচ্চ ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় ১২ আগস্ট সকাল থেকে পানি নিঃসরণ বন্ধ রাখা হয়েছিল।

তবে সাম্প্রতিক বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আবারও পানি বৃদ্ধির ঝুঁকি তৈরি হওয়ায় দ্বিতীয় দফায় জলকপাট খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভাটির নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। তবে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, পানির স্তর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে পর্যবেক্ষণ চলছে এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন