- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। জয়পুরহাট
জয়পুরহাটের সদর উপজেলার চক বরকত ইউনিয়নের চিরলা গ্রামে দুর্বৃত্তদের হামলায় নুরুন্নাহার বেগম (৪৭) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাতিজি খাতিজা খাতুন (১৬)। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত গভীর প্রহরে গফুর মণ্ডলের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, রাত প্রায় ৩টার দিকে বাড়ির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে সন্দেহ হয়। নুরুন্নাহারের বড় ভাই আবদুল মতিন বলেন, ছোট ভাইয়ের স্ত্রীর ফোন পেয়ে দ্রুত বাড়িতে পৌঁছে তিনি ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় বোন ও মেয়েকে পড়ে থাকতে দেখেন। তাদের মাথায় ভারী বস্তু সম্ভবত নলকূপের হ্যান্ডেল দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পথে নুরুন্নাহার বেগমের মৃত্যু হয়। তবে কিশোরী খাতিজা এখনও শজিমেকে চিকিৎসাধীন।
ঘটনার পর স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণ বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো স্পষ্ট নয়।
জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।