Friday, December 5, 2025

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি বিতর্কে যুবশক্তির দুই নেতাকে সাময়িক অব্যাহতি


ছবিঃ সম্মেলনকক্ষে জাতীয় যুবশক্তির দুই নেতা। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতা মেহেদী হাসান ফারাবি ও সোয়াইব আহমেদকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর শাখার যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমান এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের সব ধরনের দায়িত্ব স্থগিত করা হয়েছে। পাশাপাশি কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা দুই দিনের মধ্যে লিখিত ও সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘটে সোমবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায়। সভায় যোগ দেওয়া কয়েকজন নেতা অভিযোগ তোলেন, নতুন আহ্বায়ক সাইফুল ইসলাম নাকি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ। এই অভিযোগ নিয়ে সাংবাদিকরা সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় সম্মেলনকক্ষে ঢুকে সোয়াইব আহমেদ সাংবাদিকদের উদ্দেশে অশোভন ভাষায় বলেন, “এটা যদি এখনই বন্ধ না করেন, আপনাদের তালা মেরে দেব।” তার সঙ্গে ছিলেন মেহেদী হাসান ফারাবি, যিনি বারবার সাংবাদিকদের ওপর চড়াও হন এবং কথা বলা থেকে বিরত রাখতে চেষ্টা করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়। রাতেই রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রাজশাহী এডিটরস ফোরাম পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানায়। তারা এটিকে মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি ও গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী আচরণ হিসেবে আখ্যা দেয়।

সাংবাদিক সংগঠনগুলো অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে দাবি জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, তদন্ত ও ব্যাখ্যার ভিত্তিতে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন