Tuesday, October 14, 2025

রোমে বিশ্ব খাদ্য ফোরামে ড. ইউনূসের অংশগ্রহণ, দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি


ছবিঃ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংউই (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংউই বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ খাতের উন্নয়ন এবং কৃষিপণ্য, বিশেষ করে ফল রপ্তানি বৃদ্ধি করতে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে এফএও সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

বৈঠকে এফএও মহাপরিচালক অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানকে প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বৈঠকে এফএওর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গভীর সমুদ্র মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়ানো, ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ফসল-পরবর্তী ব্যবস্থাপনা জোরদারে সংস্থাটির সহায়তা চান।

এ সময় এফএও মহাপরিচালক বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা বর্তমানে রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিচ্ছেন। সোমবার এফএও সদর দপ্তরে আয়োজিত “বিশ্ব খাদ্য ফোরাম (WFF) ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মূল বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা ও এফএও মহাপরিচালকের বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন