- ১৪ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতাসহ তিন দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের পথে হাঁটছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে আজ (১৪ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সরকার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না এলে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করার হুমকি দিয়েছেন শিক্ষক নেতারা।
আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষক নেতারা। বিষয়টি নিশ্চিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “এখন আর আলোচনার সুযোগ নেই। তারা সিদ্ধান্ত জানাক প্রজ্ঞাপন আগামীকাল দিলেও আমরা অপেক্ষা করব, তবে অন্ধকারে রাখলে চলবে না।”
তিনি আরও জানান, “বিকাল ৪টা পর্যন্ত আমরা কর্মসূচি স্থগিত রেখেছি। এরপরও যদি দাবি বাস্তবায়নের ঘোষণা না আসে, আমরা লং মার্চে নামব।”
এদিকে আন্দোলনের চাপের মুখে সরকারের পক্ষ থেকে আংশিক ইতিবাচক সাড়া মিলেছে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া প্রদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে। আজ বিকেলে দুই মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। হিসাব করা হচ্ছে। আশা করছি, দ্রুত সুখবর দেওয়া সম্ভব হবে।” তিনি আরও জানান, “শিক্ষকদের দাবি অনুযায়ী বাড়ি ভাড়া ২০ শতাংশে উন্নীত করা হতে পারে, বাকি দাবিগুলোও ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে।”
এদিকে আজ এক বক্তব্যে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সতর্ক করে বলেন, “২০ মানে ২০, ১৫০০ মানে ১৫০০, ৭৫ মানে ৭৫। ১৯, ১৪৯৯ বা ৭৪ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দাবি পূরণ না হলে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।”
তিনি আরও বলেন, “আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। তিন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখন কর্মবিরতিতে আছেন, কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না।”
সরকারের সঙ্গে শিক্ষক নেতাদের টানাপোড়েনের মধ্যে শিক্ষাঙ্গনে স্থবিরতা দেখা দিয়েছে। এখন চোখ সকলের শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের বিকেলের বৈঠকের দিকে যেখানে নির্ধারিত হবে, শিক্ষক আন্দোলন থামবে না আরও তীব্র হবে।