Monday, January 19, 2026

রোববার ঘোষণা হচ্ছে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম


ছবিঃ পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

নতুন বছরের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের জন্য আসছে গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামী রোববার (৪ জানুয়ারি) এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট সিদ্ধান্ত জানানো হবে।

বিইআরসি সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি) বিবেচনায় নিয়ে বেসরকারি পর্যায়ের এলপিজির দাম সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এই দাম পুনর্নির্ধারণ করে থাকে কমিশন।

সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছিল। সে সময় ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছিল।

কমিশন সূত্র জানায়, রোববার ঘোষণার সময় যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন মূল্যও জানানো হবে। বর্তমানে ভ্যাটসহ অটোগ্যাসের প্রতি লিটার বিক্রয়মূল্য ৫৭ টাকা ৩২ পয়সা, যা আগের সমন্বয়ে প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বেড়েছিল।

এলপিজি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি হওয়ায় এর দাম নির্ধারণ নিয়ে ভোক্তাদের আগ্রহ সব সময়ই বেশি থাকে। পাশাপাশি খুচরা পর্যায়ে নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও নিয়মিত নজরদারিতে রাখছে বিইআরসি।

বিশ্ববাজারের জ্বালানি পরিস্থিতি ও সৌদি সিপির দামের ওপর ভিত্তি করেই রোববারের এই সিদ্ধান্ত আসবে, যা আগামী এক মাসের জন্য কার্যকর থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন